thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

২ মামলায় আমির খসরুর আগাম জামিন বহাল

২০১৮ অক্টোবর ০১ ১১:৫৬:০২
২ মামলায় আমির খসরুর আগাম জামিন বহাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় নাশকতা ও উসকানির অভিযোগের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।

সোমবার (১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ খারিজাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন।

গত ২৭ আগস্ট বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তাকে দুই মামলায় ছয় ও সাত সপ্তাহের আগাম জামিন দেন।

হাইকোর্টের আদেশের পর শেখ একেএম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি (আমির খসরু মাহমুদ চৌধুরী) উচ্চ আদালতে এসে ঢাকা ও চট্টগ্রামের পৃথক মামলায় জামিন আবেদন করেছেন। আদালত ঢাকার মামলায় সাত সপ্তাহের ও চট্টগ্রামের মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় এবং ৫ আগস্ট ঢাকায় এই দুই মামলা করা হয়।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেটি সোমবার খারিজ হয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর