thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে জয়

২০১৮ অক্টোবর ০১ ১১:৫৮:৩৯
জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে জয়

দ্য রিপোর্ট ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হার মেনেছে জিম্বাবুয়ে।

রোববার (৩০ সেপ্টেম্বর) কিম্বার্লিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১১৮ রান তুলতে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় পাঁচ-পাঁচটি উইকেট। ২৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। ২৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন মার্করাম। বল হাতে জিম্বাবুয়ের চাতারা ও মাসাকাদজা ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মাভুতা।

তার আগে বল হাতে জিম্বাবুয়ের ইনিংসে ধ্বস নামান লুঙ্গি এনগিদি, কাগিসু রাবাদা, আন্দিলে ফেলুকওয়ে ও ইমরান তাহির। এনগিদি ১৯ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন রাবাদা, ফেলুকওয়ে ও তাহির।

ব্যাট হাতে জিম্বাবুয়ের এলটন চিগম্বুরা ২৭, হ্যামিল্টন মাসাকাদজা ২৫, ওয়েলিংটন মাসাকাদজা ১৫ ও পিটার মুর করেন ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

ম্যাচসেরা হয়েছেন লুঙ্গি এনগিদি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বুধবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর