thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

 উৎসব মৌসুমে কলকাতা-মুম্বাই ডবল ডেকার চালাবে এয়ার ইন্ডিয়া

২০১৮ অক্টোবর ০১ ১৫:০১:৪০
 উৎসব মৌসুমে কলকাতা-মুম্বাই ডবল ডেকার চালাবে এয়ার ইন্ডিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : উৎসবের মাসে দিল্লি থেকে মুম্বাই এবং কলকাতার মধ্যে ৪২৩ আসনের ডবল ডেকার বোয়িং ৭৪৭ বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। এ মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে পরিষেবা। এই ৪২৩ আসনের মধ্যে ১২ টি প্রথম শ্রেণির, ২৬ টি বিজেনজ ক্লাসের এবং বাকি ৩৮৫ টি ইকনমি ক্লাসের।

প্রতিদিন একটি করে বিমান চলাচল করবে। ১৬ থেকে ২১ অক্টোবরের মধ্যে চলবে বিমান। রাজধানী থেকে মুম্বাই এবং কলকাতার মধ্যে উড়বে বিমান। চার ইঞ্জিন বিশিষ্ট বিমানগুলি সাধারণত বিদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কাকতালীয় ভাবে এ বছরই অর্ধ শতাব্দী পূরণ করছে বোয়িং।

জানা গেছে সকাল সাতটার সময় একটি বিমান দিল্লি থেকে উড়বে। মুম্বাই পৌছবে ৯ টা নাগাদ। আবার সকাল ১০ টা ৪০ মিনিটে মুম্বাই থেকে ছেড়ে বেলা ১২ টা ৪৫ মিনিটে দিল্লি পৌঁছবে বিমান। একই দিনে বিকেল ৪ টে ৫৫ মিনিটে কলকাতার উদ্দেশে উড়বে বিমান। পৌছবে সাত টা নাগাদ। এরপর রাত ন’টা বাজতে দশ মিনিটে দিল্লির উদ্দেশে উড়বে বোয়িং।


(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবার ০১,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর