thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

মিরপুরে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

২০১৮ অক্টোবর ০২ ০৭:৪৯:৫৩
মিরপুরে কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর শাহ আলী চিড়িয়াখানা রোড এলাকা থেকে অচেতন অবস্থায় রাকিবুল হাসান রকি (২৬) নামের এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক তেজগাঁও কলেজের মাস্টার্সের হিসাব বিজ্ঞানের ছাত্র বলে জানা গেছে।

সোমবার (১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবুল হাসান রকি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ওসমান আলীর সন্তান। সে বর্তমানে পশ্চিম রাজাবাজার মসজিদের পাশে কয়েক জনের সাথে একটি রুম ভাড়া করে থাকত।

নিহতের রুমমেট সৈকত আহমেদ জানান, রকির মোবাইল থেকে এক ব্যক্তি ফোন দিয়ে জানায় রকি অচেতন অবস্থায় মিরপুর চিড়িয়াখানা বি.সি.আই কলেজের সামনে রাস্তায় অচেতন হয়ে পড়ে আছে। সংবাদ পাওয়ার পর আমরা কয়েকজন দ্রুত ঘটনা স্থলে গিয়ে রকিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত আরো জানান, ঘটনা স্থলের আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে রকি চিড়িয়াখানা রোড দিয়ে হাঁটার সময় বমি করতে করতে অচেতন হয়ে পড়েন। বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাত জানান, রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যুবকরা বলে হয়তোবা তাকে কিছু খাওয়ানো হয়েছে। ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর