thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ইন্দোনেশিয়ায় চার্চের নিচে ৩৪ ছাত্রের লাশ

২০১৮ অক্টোবর ০২ ১০:৫৯:০২
ইন্দোনেশিয়ায় চার্চের নিচে ৩৪ ছাত্রের লাশ

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধসে পড়া চার্চের নিচ থেকে ৩৪ জন ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সুলাওয়েসি দ্বীপের রাজধানী পালুতে ভূমিকম্পে ভূমিধসের কারণে এই চার্চটি চাপা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। খবর- বিবিসির।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ৭.৫ মাত্রার ভূমিকম্প ও তার পরবর্তী সুনামি হয় পালু দ্বীপে। মঙ্গলবার (২ অক্টোবর) দ্বীপের সিগি জেলায় এই ৩৪ ছাত্রের লাশ চার্চের নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়।

সাহায্যকর্মীরা জানিয়েছেন, তারা এখনো লাশগুলো উদ্ধার করছেন। কাদামাটির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়া রেড ক্রসের মুখপাত্র রিদওয়ান সবরি বলেন, ‘ওই এলাকায় কাদামাটির পরিস্থিতি ভয়াবহ। চার্চের কাছে পৌঁছতে আমাদের প্রায় দেড় ঘণ্টা লেগেছে। এটি খুবই কঠিন কাজ ছিল।’

তিনি জানান, নিহত ছাত্রদের পরিচয় কিংবা বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভূমিকম্প ও তার পরবর্তী সুনামিতে দেশটিতে এ পর্যন্ত ৮৪৪ জন মৃতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো দুর্গম এলাকাগুলোর কী অবস্থা তা জানা যায়নি।

ধসে পড়ে স্থাপনা ও আফটার শকের কারণে উদ্ধার অভিযান শ্লথ হচ্ছে বলে সাহায্যকর্মীরা জানিয়েছেন। এসব ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে জীবিত অবস্থায় আটকা থাকতে পারেন বলে তারা আশঙ্কা করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর