thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সিয়েরা লিওনে সামরিক ট্রাক উল্টে নিহত ১৩

২০১৮ অক্টোবর ০২ ১১:৩৯:৩১
সিয়েরা লিওনে সামরিক ট্রাক উল্টে নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক : সিয়েরা লিওনে সামরিক বাহিনীর একটি পরিবহন ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (১ অক্টোবর) রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য তাদের ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিলেন।

পথে খাড়া পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে গিয়ে পড়ে।

সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা জানিয়েছেন, নিহতদের মধ্যে আট সৈন্য আছেন।

তিনি বলেন, এটি অত্যন্ত শোচনীয় একটি ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর