thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে ৩ কোম্পানির

২০১৮ অক্টোবর ০২ ১২:৫৪:৪৬
অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে ৩ কোম্পানির

দ্য রিপোর্ট ডেস্ক : কোনো কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো- স্টাইলক্রাফট, এসকে ট্রিমস এবং দুলামিয়া কটন।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে শাশা স্টাইল ক্রাফটের শেয়ার দর ৯ সেপ্টেম্বর ছিল ২৬৬৫ টাকায়, যা ১ অক্টোবর পর্যন্ত ১৭ দিনে ১৬৪৭.১০ টাকা বা ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩১২.১০ টাকায়; এসকে ট্রিমসের শেয়ার দর ২৫ সেপ্টেম্বর ছিল ২৫.৮০ টাকায়, যা ১ অক্টোবর পর্যন্ত ৪ দিনে ৯.২০ টাকা বা ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায় এবং দুলামিয়া কটনের শেয়ার দর ২৫ সেপ্টেম্বর ছিল ১৯.৪০ টাকায়, যা ১ অক্টোবর পর্যন্ত ৪ দিনে ৮.৬০ টাকা বা ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকায়।

কোম্পানি তিনটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানি তিনটিকে পৃথক নোটিশ পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর