thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ঘুষ নেওয়ার অভিযোগে দুদক কনস্টেবল বরখাস্ত

২০১৮ অক্টোবর ০২ ১৮:৪৩:১১
ঘুষ নেওয়ার অভিযোগে দুদক কনস্টেবল বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: কর্মকর্তা পরিচয় দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নিজেদের এক কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিরাপত্তা শাখার কনস্টেবল মো. আসাদুজ্জামানকে মঙ্গলবার কমিশন বরখাস্ত করেছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।

কনস্টেবল আসাদুজ্জামান যে প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছেন, সেটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা রয়েছে।

ওই মামলার কথা বলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়ে আসাদুজ্জামান তাদের কাছ থেকে তিন দফায় ১০ লাখের বেশি টাকা নিয়েছেন বলে অভিযোগ।

তাৎক্ষণিক তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

কনস্টেবলের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীও।

তিনি বলেন, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়োন্দা নজরদারি চলছে। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর