thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

প্রথমার্ধে এগিয়ে মেয়েরা

২০১৮ অক্টোবর ০২ ২০:৩৯:১৫
প্রথমার্ধে এগিয়ে মেয়েরা

দ্য রিপোর্ট ডেস্ক : মাস দেড়েক আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের কিশোরিরা। এবার আবার নেপালের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধে এগিয় গেছে বাংলাদেশের মেয়েরা। এবারও সাফের আসর। তবে আগেরটা ছিল অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। এবার অনূর্ধ্ব-১৮'র আসর।

গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে রুম্পা-নিলুফাররা। এবার নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার অপেক্ষা তাদের। সমতা করলেও অবশ্য সমস্যা নেই। তবে নেপালকে হারাতে পারলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলার সুযোগ আছে তাদের সামনে। তাতে প্রথমার্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মেয়ে দল লিড নিয়েছে ২-০ গোলের।

গত আগস্টে কিশোরী সাফে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেয়েদের। এবারও সেই ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলছে বাংলাদেশ। আর গ্রুপ সেরা হয়ে সেমিতে খেলতে পারলে সম্ভব্য প্রতিপক্ষ হিসেবে ভুটানকে পাবে বাংলাদেশ। মেয়েদের বর্তমান যে ফর্ম তাতে সেমিফাইনালে ভুটানকে পেলে বাধা পেরোনো খুব কঠিন হবে না। আর তাই এবারও ফাইনালে খেলার ভালো সুযোগ চলে আসবে বাংলাদেশের।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিপক্ষ হিসেবে ফাইনালে পেয়ে যাবে ভারতকেও। শিরোপা মঞ্চে পা রাখতে হলে এখনও দুটি বাধা অতিক্রম করতে হবে লাল-সবুজের দলকে। তবে নেপাল ম্যাচের দিকেই চোখ বাংলাদেশ মেয়েদের কোচ গোলাম রাব্বানি ছোটন এবং দলের সদস্যদের। পাকিস্তানকে উড়িয়ে আত্মবিশ্বাসী দল প্রত্যাশা করবে নেপালের জালেও বেশ কিছু গোল দিয়ে বড় জয় তুলে নিতে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ অক্টোবর ০২,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর