thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

হাতিরঝিল মামলা : ৭ বিএনপি নেতার আগাম জামিন

২০১৮ অক্টোবর ০৩ ১১:৫০:৫৭
হাতিরঝিল মামলা : ৭ বিএনপি নেতার আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ সাত শীর্ষ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৩ অক্টোবর) বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেন এর হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে সকালে পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় আগাম জামিন নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ নেতা হাইকোর্টে হাজির হন।

জামিন আবেদনকারীরা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড.মঈন খান, আমানুল্লাহ আমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপি নেতাদের আবেদনের শুনানি অংশ নেন।

এর আগে (৩০ সেপ্টেম্বর) রাতে হাতিরঝিল থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা করেন। যাদের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ৫০ নেতাকর্মী।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর