thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

২০১৮ অক্টোবর ০৪ ০৯:১৬:৩৫
কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল জাঙ্গালিয়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। এ সময় জাঙ্গালিয়া সুখিয়া সড়কে মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে মোটরসাইকেলের সূত্র ধরে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর