thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঈশ্বরদীতে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

২০১৮ অক্টোবর ০৪ ১৩:৩৮:৪০
ঈশ্বরদীতে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মেলাস্থলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেলুন বিক্রেতা বাপ্পী (৪০) পাবনার গোবিন্দপাড়ার বাসিন্দা, ঈশ্বরদী নাজিমউদ্দিন হাইস্কুলের ছাত্র ফরহাদ (১৩), সোহান (১২), রাব্বি (১২), তুষার (১০) ও আলিম। ফরহাদ, আলিম দরিনারিচা এলাকার ভবন হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসন পরিষদের চত্বরে তিন দিনের উন্নয়ন মেলা আয়োজন করা হয়। উন্নয়ন মেলার উদ্বোধনের সময় সেখান থেকে ৬০ গজ দূরে বেলুনে গ্যাস ভরার জন্য সিলিন্ডার রেখেছিলেন বিক্রেতা। হঠাৎ বিকট শব্দে ওই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এতে বেলুন বিক্রেতাসহ ছয়জন আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসেন বলেন, আহতদের মধ্যে বাপ্পী, আলিম, রাব্বি ও ফরহাদকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঈশ্বরদীর উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৬২টি স্টল স্থাপন করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর