thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যারোলিনায় গুলিবিদ্ধ ৭ পুলিশ

২০১৮ অক্টোবর ০৪ ১৮:২০:২৯
যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যারোলিনায় গুলিবিদ্ধ ৭ পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সাত পুলিশ সদস্য।

বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির ফ্লোরেন্স শহরের এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় শেরিফ দফতরের আহ্বানে সাড়া দিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। এসময় নিজেকে বাঁচাতে এক বন্দুকধারী বেশ কয়েকজন শিশুকে নিয়ে নিজেকে ঘিরে রেখে গুলি চালান।

হামলাকারী বন্দুকধারীর পরিচয় এবং কি কারণে তিনি গুলি চালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওয়ারেন্ট থাকার পরও পুলিশদের ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশপ্রধান অ্যালেন হেইডার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় গুলিবিদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর