thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০১৮ অক্টোবর ০৫ ১০:২৩:১৭
ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার যাদবপুর গ্রামের একটি বাগানে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ব্যক্তিকে কুপিয়ে ফেলে রাখা হয়।

নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি ওই গ্রামের নাজির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি। পেশায় তিনি ছিলেন মাইক্রোবাস চালক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, মনিরুল কয়েক দিন আগে হত্যা মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসেন। রাতে তাঁকে কুপিয়ে বাগানে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর