thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

শান্তিতে নোবেল ডেনিস ও নাদিয়ার

২০১৮ অক্টোবর ০৫ ১৫:৩৯:০৩
শান্তিতে নোবেল ডেনিস ও নাদিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : যৌন সহিংসতাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে কাজ করায় এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ এবং ডেনিস মুকউয়েগা। নোবেল কমিটির বক্তব্য, যুদ্ধাপরাধের বিরোধিতা করতে গিয়ে এবং আক্রান্তদের ন্যায়বিচার চাইতে গিয়ে তারা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছেন।

রিপাবলিক অব কঙ্গোর ডাক্তার ডেনিস মুকউয়েগা যুদ্ধকালীন সময়ে যৌন সহিংসতা বন্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করে গেছেন।

এবং ইরাকের ইয়াজিদি নৃগোষ্ঠির নাদিয়া মুরাদ আইএসের দ্বারা আটক হন এবং বারবার ধর্ষিত হন তাদের হাতে। আরো বিভিন্ন ভয়াবহ নির্যাতনের বিষয়ও হন তিনি। কিন্তু পরবর্তীকালে তার অসাধারণ সাহস তার নিজের কষ্টকে বর্ণনা করতে উৎসাহ যুগিয়েছে।

সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, মেডিসিন, শান্তি ও সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থনীতিতে নোবেল দেওয়া হয় ১৯৬৯ সাল থেকে।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ০৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর