thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সংঘর্ষে বোয়ালমারীতে কিশোর নিহত

২০১৮ অক্টোবর ০৫ ১৬:০২:২৯
সংঘর্ষে বোয়ালমারীতে কিশোর নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।


বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে সাবেক উপজেলা চেয়াম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার পক্ষের সঙ্গে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাইদ মিয়া পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় উভয় পক্ষের কমপেক্ষ পাঁচজন আহত হন।

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে গুলিতে সৈয়দ নাজিম আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। বাশার ও সাইদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিলো।

ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত কিশোর নাজিম আলীর লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ০৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর