thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ইন্টারপোল প্রধান নিখোঁজ

২০১৮ অক্টোবর ০৫ ১৯:১৯:২৫
ইন্টারপোল প্রধান নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক : পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই নিজ দেশ চীন সফরে গিয়ে নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে ফরাসি পুলিশ বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, নিজ দেশ চীনে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন ৬৪ বছর বয়সী ইন্টারপোল প্রধান মেং হংওয়েই। মেন হংওয়েই নিখোঁজের বিষয়টি সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী।

ফরাসি সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত ২৯ সেপ্টম্বরে তিনি চীনের উদ্দেশ্য রওনা হন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিছিন্ন। এমনকি তিনি কোথায় আছেন এটাও জানতে পারেনি তার পরিবার।

মেং হংওয়েই ২০১৬ সালে ইন্টারপোলের প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালে ইন্টারপোলে তার দায়িত্ব শেষে হওয়ার কথা রয়েছে।

ইন্টারপোল প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি চীনের পাবলিক নিরাপত্তা বিভাগের উপমন্ত্রী এবং তার আগে কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার নিখোঁজ হওয়ার ব্যাপারে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ উদ্বেগ জানিয়েছে। তবে ইন্টারপোলের মুখপাত্র এই বিষয়ে এখনও কোনো মন্তব্য জানাতে রাজি হননি।


(দ্য রিপোর্ট/একেএমএম/ অক্টোবর ০৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর