thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ইন্টারপোলের প্রধান নিখোঁজ, তদন্তে ফ্রান্স

২০১৮ অক্টোবর ০৬ ০৯:০৪:৪২
ইন্টারপোলের প্রধান নিখোঁজ, তদন্তে ফ্রান্স

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের অপরাধ ও অপরাধীদের নিয়ে কাজ করার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহর থেকে এক সপ্তাহ আগে নিজ দেশ চীনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তাঁর কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন মেং হংওয়েই এর স্ত্রী।

ফরাসি পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। স্ত্রীকে বিশেষ নিরাপত্তা দিয়ে হংওয়েই এর নিখোঁজের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে শুক্রবার (৫ অক্টাবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর থেকে ইন্টারপোলের প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এবং এরপর থেকে ইন্টারপোল প্রধানের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে হুমকির শিকার হয়েছেন।

একটি সূত্রের বরাত দিয়ে হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেং হেংওয়েই চীনে প্রবেশ করা মাত্র কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

১৯২টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থাটিতে ২০১৬ সালে চার বছরের জন্য প্রধান নির্বাচিত হন চীনা এই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর