thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

রাশিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

২০১৮ অক্টোবর ০৬ ০৯:২২:৪৪
রাশিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার একটি মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ অক্টোবর) পশ্চিমাঞ্চলীয় ভের এলাকার ভের-জেভ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি ফোর্ড মিনিবাসের সঙ্গে বড় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোর্ড মিনিবাসটিতে থাকা ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত অন্য তিন যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

জরুরি মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে বলা হয়, ওই দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটির চালক এবং এর একজন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: সিনহুয়া।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর