thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

২০১৮ অক্টোবর ০৬ ০৯:২৪:৪২
হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে বাজার থেকে বাড়িতে ফেরার পথে ওয়াহিদ মিয়া (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ওয়াহিদ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আউশকান্দি বাজার থেকে হাট বাজার করে একটি সিএনজিতে করে বাড়িতে ফিরছিল। এসময় বাড়ির রাস্তায় যাওয়া মাত্রই প্রকাশ্যে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ওয়াহিদকে উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর