thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৪ মাস নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার শেহজাদ

২০১৮ অক্টোবর ০৬ ১০:২৩:১০
৪ মাস নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার শেহজাদ

দ্য রিপোর্ট ডেস্ক : নিষিদ্ধ পদার্থ সেবন করে ডোপের আইন ভঙ্গ করার আহমেদ শেহজাদকে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের ১০ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টর পকিস্তান কাপ চলাকালে নিষিদ্ধ পদার্থ সেবনের অভিযোগ প্রমাণিত হয় এই টপঅর্ডার ব্যাটসম্যানের বিরুদ্ধে।

পিসিবির অ্যান্টিং ডোপিং আইনের দুটি ধারা লঙ্ঘন করেছেন শেহজাদ। তবে আইন ভঙ্গ করার বিষয়টি মেনে নিলেও তিনি জানান, কোনো ধরনের প্রতারণা বা পারফরম্যান্স ভালো করার উদ্দেশ্যে এমনটি করেননি।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে শেহজাদের এই নিষেধাজ্ঞা শেষ হবে নভেম্বরের ১০ তারিখ। এর মাঝে পিসিবি তাকে পুনর্বাসনে রাখবে।

ডোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘ক্রিকেটারদের নিষিদ্ধ কোনো পদার্থ সেবনের ব্যাপারে আমরা এক বিন্দুও ছাড় দেব না।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর