thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

কল্যাণপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

২০১৮ অক্টোবর ০৬ ১২:১৫:০৪
কল্যাণপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে ফারজানা ইতি (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুনবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা ঝালকাঠি জেলার রাজাপুরের শাহজাহান হাওলাদারের মেয়ে।

তিনি কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

ফারজানা ঢাকার আরবান প্রাইমারি হেলথ কেয়ারে চাকরি করতেন। আর তার স্বামী শফিকুল ইসলাম সবুজ (২৬) আবুল খায়ের গ্রুপের বিক্রয়কর্মী।

নিহতের মামাতো ভাই ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, চার বছর আগে পারিবারিকভাবে সবুজ ইসলামের সঙ্গে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সবুজ তাকে চাপ দিতেন। এ জন্য তার বোনকে কয়েবার মারধরও করেছেন সবুজ।

ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, শনিবার ভোরে সবুজ ফোন করে জানান ফারজানা অসুস্থ। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় পেটানোর দাগ রয়েছে। এরপর জেরা করা হলে সবুজ পলানো চেষ্টা করেন। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির গণমাধ্যমকে জানান, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তার স্বামী সবুজকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর