thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দুঃসংবাদ জানিয়ে অস্ট্রেলিয়া গেলেন সাকিব

২০১৮ অক্টোবর ০৬ ১২:২০:৫৭
দুঃসংবাদ জানিয়ে অস্ট্রেলিয়া গেলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক : এশিয়া কাপের সুপার পর্বের মাঝেই বাঁম হাতের কনিষ্ঠ আঙুলের চোট নিয়ে দেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আর মাঠে নামতে পারেননি তিনি।

আঙুলে পুঁজ জমে যাওয়ায় তা বের করতে সার্জারি করেন রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে। এই মুহূর্তে সাকিবের অস্ত্রোপচার করা খুব জরুরি হলেও আঙুলের যে পরিস্থিতি, তাতে অস্ত্রোপচার করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।

তাই অস্ত্রোপচার বিষয়ে মতামত নিতে অস্ট্রেলিয়া গেছেন সাকিব। সেখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়ের পরামর্শ নেবেন তিনি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব।

দেশ ছাড়ার আগে সাকিব সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে এক দুঃসংবাদ দিয়েছেন। আর তা হল তার চোটগ্রস্ত আঙুলটি আর কখনওই স্বাভাবিক হবে না।

তবে কবে অস্ত্রোপচার করা হবে তা গ্রেগ হয়ের পরামর্শ অনুযায়ী ঠিক হবে। অস্ট্রেলিয়ান চিকিৎসককে দেখিয়ে পাঁচ দিন পর ফিরে আসার কথা রয়েছে সাকিবের।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর