thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

কোটার দাবিতে শাহবাগে অবরোধ

২০১৮ অক্টোবর ০৬ ১৬:১৫:৪৪
কোটার দাবিতে শাহবাগে অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ ভাগ কোটাসহ সব ধরনের কোটা বহালের দাবিতে শনিবার চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

শনিবার দুপুর আড়াইটার দিকে শাহবাগের চারদিকের রাস্তা অবরোধ করে মাঝখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে শাহবাগ মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা কোটা পুনর্বহালের দাবিতে স্লোগান দিচ্ছে। নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে।

তাঁরা বলেন, ‘মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছেন। যার পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ শতাংশ কোটা দিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটা আমাদের অধিকার। এ কোটা বাতিল হলে মুক্তিযোদ্ধাদের অবদানকে অপমান করা হবে। আমরা চাই, এই কোটা বহাল রাখা হোক।’

এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৬, ২-১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর