thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কোটার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

২০১৮ অক্টোবর ০৬ ১৬:২৫:০১
কোটার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। তবে সাড়ে ১১ টার তারা রাস্তা ছেড়ে চলে যায়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। এতে রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।

এ সময় তাদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং '৫ শতাংশ কোটা বহাল রাখো, রাখতে হবে’, ‘মন্ত্রীপরিষদ সচিবের সিদ্ধান্ত, মানি না, মানব না’ ‘পাহাড় কি সমতলে, লড়াই হবে সমানতালে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখনও উন্নত হয়নি। তাদের এখনও অভাব, দুর্দশা কাটেনি। কিন্তু তাদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরাও এদেশের নাগরিক। এদেশের উন্নয়নের জন্য কাজ করি। তাই আমরা চাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ৫ শতাংশ কোটা বহাল রাখা হোক। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বাতিলের সময় এখনো হয়নি। তারা এখনো ভালভাবে এগিয়ে যায়নি।

রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আদিবাসী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে আমি এসে তাদের উঠে যাওয়ার জন্য বলি। এ সময় তারা আমাকে কথা দিয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না এবং সাড়ে ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যাবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর