thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইয়াবাসহ পুলিশের এসআই আটক  

২০১৮ অক্টোবর ০৬ ১৭:১৪:১৭
ইয়াবাসহ পুলিশের এসআই আটক
 

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর থানার সাবেক এসআই মানিক সাহাকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসআই মানিক বর্তমানে কুষ্টিয়া রেল পুলিশে কর্মরত রয়েছেন।

শুক্রবার গভীর রাতে একটি ভাড়ায় মোটরসাইকেলে ইয়াবাসহ সদরের নাকশী এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নড়াইল সদর থানায় থাকাকালীন মাদক কারবারি ও সেবনে জড়িয়ে পড়েন এসআই মানিক। তার বিরুদ্ধে একাধিক মাদকের অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায় জড়িত থাকায় বাগেরহাট থেকে মার্চ মাসে কুষ্টিয়া রেলওয়ে পুলিশে বদলি করা হলেও সেখানে তিনি যোগদান করেননি। দীর্ঘদিন ধরেই তিনি নড়াইলে মাদকের কারবার করছিলেন বলে পুলিশের ধারণা।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করায় পুলিশের যে পর্যায়ের অফিসারই হোক না কেন তাদের কোনও ক্ষমা নাই।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর