thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

অবৈধভাবে সিম বিতরণ : গ্রামীণফোনের কর্মকর্তাসহ আটক ২

২০১৮ অক্টোবর ০৭ ১১:০৩:০০
অবৈধভাবে সিম বিতরণ : গ্রামীণফোনের কর্মকর্তাসহ আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে কর্পোরেট সিম (SIM) বিতরণের অভিযোগে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমান ও পরিবেশক তৌফিক হোসেন খান পলাশকে আটক করেছে র‌্যাব-৪।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ অক্টোর) রাতে র‌্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণে অবৈধ সিম উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন কোম্পানির নামে কর্পোরেট সিম ইস্যু করে বাইরে বিক্রি করছিল একটি চক্র। সম্প্রতি একটি নাম্বার থেকে কল করে এক বিদেশি নাগরিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। সেই তদন্তের সূত্রধরে এ চক্রটি শনাক্ত করে সৈয়দ তানভীরুর ও তৌফিককে আটক করা হয়। রোববার দুপুর ১২টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর