thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

২০১৮ অক্টোবর ০৭ ১২:৫৫:৩৬
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় হালিমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়া অংশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমার ভাই মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তিনি ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় থেকে ছোটবোন হালিমাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়া অংশের ঢালে আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হালিমা গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হালিমা তিন সন্তানের জননী। স্বামীর নাম বাবুল মিয়ার। তবে তিনি ডেমরায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর