thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

তুরস্কের পার্লামেন্টে হিজাবের যাত্রা শুরু

২০১৩ নভেম্বর ০৮ ২১:২৩:১০
তুরস্কের পার্লামেন্টে হিজাবের যাত্রা শুরু

দিরিপোর্ট২৪ ডেস্ক : চারজন নারী সংসদ সদস্য বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে হিজাব পরে অংশগ্রহণ করলেন। এর ফলে পুরনো নিষেধাজ্ঞা ভেঙ্গে নতুন পথে যাত্রা শুরু করলো তুরস্কের ইসলামপন্থি নারীরা। খবর এএফপি ও ডননিউজের।

তুরস্কে ক্ষমতাসীন ইসলামপন্থি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এক অধ্যাদেশের মাধ্যমে গত ৩০ সেপ্টেম্বর দেশটিতে প্রায় এক শতক ধরে চলা হিজাবের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরগোদান এ নিষেধাজ্ঞাকে ‘সেকেলে ও তুর্কি সংস্কৃতির বিরোধী’ বলে উল্লেখ করেন।

১৯২২ সালে স্বাধীনতা পাওয়া তুরস্কের প্রথম রাষ্ট্রপতি কামাল আতাতুর্কের সময় থেকেই হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর্ থেকে সেকুলার রাষ্ট্র হিসেবে পরিচিত দেশটিতে ৯০ বছর ধরে নিষিদ্ধ ছিল হিজাব।

১৯৯৯ সালে আমেরিকান বংশোদ্ভুত তুর্কি সংসদ সদস্য মার্ভে কাভাকসি পার্লামেন্টে শপথ গ্রহণের দিন হিজাব পরে আসেন। এ অপরাধে তৎকালীন সরকার তার পার্লামেন্টর সদস্যপদ ও নাগরিকত্ব কেড়ে নেয়। এমনকি তাকে তার বাড়ি থেকেও বহিস্কার করে সরকার।

নারী সদস্যরা বৃহস্পতিবার পার্লামেন্টে হিজাব পরে এলে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির অন্য সদস্যরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। তবে এসময় বিরোধী দলের সদস্যরা নীরব ছিলেন।

নারীদের ওপর হিজাব পড়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বিচারক, প্রসিকিউটর, পুলিশ ও সামরিক বাহিনীর নারী সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা এখনও বজায় রয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর