thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

২০১৮ অক্টোবর ০৮ ১৮:৫২:২৪
সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি জমি বিক্রি করে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ ও কিশোরগঞ্জ পেপার হাউজের মালিক আওলাদ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক।

সোমবার ( ৮ অক্টোবর) দুদকের (উপ-পরিচালক) মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ১২ জনকে সাক্ষী করে অভিযোগপত্রটি ঢাকা মহানগর হাকিম আদালতে দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপি সরকারের আমলে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন শাজাহান সিরাজ। ওই সময় কিশোরগঞ্জ জেলার নিকলীতে বিলুপ্ত বাংলাদেশ পাট করপোরেশনের ১০ দশমিক ৪৫ একর জমি নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া হয়। ওই জমির প্রকৃত দাম ছিল ২ কোটি ৫৯ লাখ টাকা। সম্পত্তি বিক্রির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঠিত কমিটির সুপারিশ উপেক্ষা করে শাজাহান সিরাজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ লাখ ৮২ হাজার ৫২৩ টাকায় ওই সম্পত্তি বিক্রি করে দেন। কিশোরগঞ্জ পেপার হাউজের মালিক মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগসাজশে ওই জমি তার কাছে বিক্রি করে মন্ত্রী বাকি অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ২ নভেম্বর শাজাহান সিরাজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় দুদকের (উপ-পরিচালক) ফরিদ আহমেদ পাটোয়ারী মামলাটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর