thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লুজারের শীর্ষে বিআইএফসি 

২০১৮ অক্টোবর ০৮ ২০:৪০:৩৪
লুজারের শীর্ষে বিআইএফসি 

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারের লেনদেন সোমবার (০৮ অক্টোবর) উত্থানের মধ্য শেষ হয়েছে। উত্থানেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সর্বোচ্চ কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনের (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫.৬০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫.১০ টাকায়। অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৮.৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাছির ৮.৭৪ শতাংশ, বিডি অটোকার্সের ৮.৭৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮ শতাংশ, নূরানী ডাইংয়ের ৭.২১ শতাংশ, এমএল ডাইংয়ের ৭.১৭ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.৯১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৬৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৬.৪৭ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৫.৪৯ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর