thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

২০১৮ অক্টোবর ০৯ ০৮:২০:৪৩
গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক : এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে ক্যারিবীয় দলের সঙ্গে আসছেন না সীমিত ওভারের ক্রিকেটের মহাতারকা ক্রিস গেইল।

ভারত এবং বাংলাদেশ সফরে গেইলের না থাকার বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির প্রধান কোর্টনি ব্রাউন জানান, ‘ভারত ও বাংলাদেশ সফর আমরা আমাদের মহাতারকা ক্রিস গেইলকে ছাড়া খেলব। তবে ইংল্যান্ডের ক্যারিবীয় সফর ও ২০১৯ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়ে রেখেছে সে।’

পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই গেইল বেছে বেছে ম্যাচ খেলতে চাইছেন। তিনি বলেন, সত্যি বলতে কি, আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। তবে ক্রিকেটের বাইরেও একটি জীবন আছে। ওই জীবনটাকে তো উপভোগ করতে হবে। পরিবারকে যত বেশি সম্ভব সময় দিতে চাই।’

দেশের হয়ে খেলার চেয়ে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। আফগান লিগে খেলার জন্যই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল।

এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার বলেন, ‘আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। এই তো তার জ্বলন্ত প্রমাণ। একজন ক্রিকেটার দেশের হয়ে না খেলে টি-টোয়েন্টি লিগ খেলছে। আর বোর্ডও তাকে অনুমতি দিল। গেইলের মতো সিনিয়র ক্রিকেটার যদি এই রকম করে, জুনিয়ররা তো অনুসরণ করবেই। বোর্ড যদি কড়া না হয়, ক্যারিবিয়ান ক্রিকেটের দুর্দশা কাটবে না।’

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর