thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

হংকংয়ের ৩ ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

২০১৮ অক্টোবর ০৯ ১১:১৬:৩৫
হংকংয়ের ৩ ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি এশিয়া কাপ খেলায় হংকংয়ের নাদিম আহমেদ ম্যাচ ফিক্সিং অপরাধে জড়িয়ে পড়েছেন। আইসিসির এমন অভিযোগে আরও দুই হংকং ক্রিকেটারের নাম রয়েছে।

তারা হলেন- নাদিমের ভাই ইরফান আহমেদ ও হাসিব আমজাদ।

এই তিন ক্রিকেটারই পাকিস্তান বংশোদ্ভূত। তবে এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটা করার অভিযোগ এনেছে তিন জনের বিরুদ্ধে।

ইরফান অবশ্য দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে। এবার নাদিম ও হাসিবের বিরুদ্ধেও ২০১৪’র জানুয়ারিতে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে একই অভিযোগ উঠল।

পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন তারা। আগামী দু’সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর