thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পত্নীতলায় ট্রাকচাপায় নিহত ৩

২০১৮ অক্টোবর ০৯ ১৩:১৬:৫৩
পত্নীতলায় ট্রাকচাপায় নিহত ৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার নজিপুর-নওগা রোডের কালনাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২৭)।

তাদের বাড়ি মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামে। নিহত মোটরসাইকেল চালকের নাম এখনও জানা যায়নি।

পত্নীতলার থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, নিহতরা মোটরসাইকেল যোগে মহাদেবপুর থেকে পত্নীতলা সদর নজিপুরে যাচ্ছিলেন। নজিপুর-নওগাঁ রোডের কালনাকাটি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর