thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আদালতের পথে গ্রেনেড হামলার আসামিরা

২০১৮ অক্টোবর ১০ ০৮:২৭:৪২
আদালতের পথে গ্রেনেড হামলার আসামিরা

গাজীপুর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা বুধবার (১০ অক্টোবর)। এ হামলার বিপক্ষে দায়ের করা মামলার ৩১ জন আসামিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে পাঠানো হয়েছে।

এ মামলার রায় ঘোষণার তারিখ থাকায় বুধবার (১০ অক্টোবর) সকাল ৬টা ৫০ মিনিটে পুলিশের প্রিজনভ্যানে করে ওই আসামিদের বাড়তি নিরাপত্তা দিয়ে আদালতে পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত) এর জেল সুপার সুব্রত কুমার বালা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে ১ ও ২- এর থাকা ১৪ আসামিদের মধ্যে লুৎফজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে জেল সুপার শাহজাহান আহমেদ জানান, হাইসিকিউরিটিতে থাকা ১৭জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর