thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

তাড়াশে সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু

২০১৮ অক্টোবর ১০ ১১:৩৪:০৪
তাড়াশে সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে অন্তসত্ত্বা গৃহবধু ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১০ অক্টোবর) ভোর রাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী নয় মাসের অন্তসত্ত্বা রাবেয়া খাতুন (২৫) তার শিশু সন্তান সিয়াম (৪)।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা জানান, রাতে মা ও ছেলে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে বিষধর সাপ তাদের দুজনকেই কামড় দেয়। এতে তারা চিৎকার করতে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা তাদের দ্রুত তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর রাতে তারা মারা যান।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর