thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভারতে পাচারকালে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

২০১৮ অক্টোবর ১০ ১৩:২৫:৪৮
ভারতে পাচারকালে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

সাতক্ষীরা প্রতিনিধি : কলকাতায় ভালো বেতনে বাসাবাড়িতে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) ভোরে তাদের সাতক্ষীরা শহর থেকে ১০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের কাছে আবাদেরহাট নামক স্থান থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবদুস সেলিমের স্ত্রী নূর বেগম (৪৫), তার মেয়ে রাশিদা (৫), জান্নাত আরা (৩) ও ছেলে সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাসিনা বেগম (২২), তার মেয়ে রোজিনা (৪) ও বৃদ্ধা উসান জামান (৭৫)। তাদের সবার বাড়ি মিয়ানমারের কুতুপালংয়ে বলে জানিয়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাদের দুই দালাল ভারতের কলকাতায় বাসাবাড়িতে ভালো বেতনে কাজ দেয়ার নাম করে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে। সদর উপজেলার আবাদেরহাটে আনার পর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পাচারকারী দালালকে আটক করা যায়নি বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর