thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে নিহত ১

২০১৮ অক্টোবর ১২ ০৯:২৮:৩৬
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি: জেলার মুরাদপুর এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদপুর বিবির হাট রেল গেইট এলাকার এই ঘটনায় চারজন র‌্যাব সদস্যও আহত হন বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, রাতে তাদের একটি দল মাদকবিরোধী অভিযানে ছিল। ওই এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামালে তার আরোহীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হয়ে ওই গাড়ির একজন মারা যান এবং অন্যজন পালিয়ে যান বলে র‌্যাব জানায়।

র‌্যাব বলছে এই গাড়ি থেকেই গুলি ছোঁড়া হয়। র‌্যাব বলছে এই গাড়ি থেকেই গুলি ছোঁড়া হয়। নিহত ব্যক্তির নাম অসীম রায় বাবু (৩৯) বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের গুরু সদয় রায়ের ছেলে। স্থানীয়রা আরো জানিয়েছে অসীম রায় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদের স্বতন্ত্র পার্থীও ছিলেন।

র‌্যাব বলছে তিনি একজন ‘মাদক ব্যবসায়ী’ এবং তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় তিনটি মাদকের মামলা আছে।

হামলাকারীদের গুলিতে আহত র‌্যাবের চার সদস্যকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তারা হলেন- স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, সৈনিক আরিফ ও ল্যান্স কর্পোরাল শহীদ।

এ অভিযানে অস্ত্র ও ইয়াবাও উদ্ধার করা হয় বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর