thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বিএনপি সন্ত্রাসী দলের স্বীকৃতি পেয়েছে: কাদের

২০১৮ অক্টোবর ১২ ১৬:৫৪:০৩
বিএনপি সন্ত্রাসী দলের স্বীকৃতি পেয়েছে: কাদের

মাদারীপুর প্রতিনিধি:২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার পদ্মা সেতুর শরীয়তপুর-মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের রায়ের পর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে অবিহত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিএনটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বিএনপিকে আগেও কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এই রায়ের মাধ্যমে তা পরিষ্কার হয়েছে। এখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রী এসময় পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার অগ্রগতি পরিদর্শন করেন। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ওবায়দুর কাদের জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের নানা কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং বিকেলে মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে জা‌জিরার নাও‌ডোবা পদ্মা সেতুর টোল প্লাজা প‌রিদর্শনের সময় ওবায়দুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডা ও বাংলা‌দে‌শের আদাল‌তে প্রমাণ হয়ে‌ছে বিএন‌পি এক‌টি সন্ত্র‌সী দল। বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান ২১ আগস্ট গ্রে‌নেট হামলার মূল প‌রিকল্পনাকারী, তার ফাঁসি হওয়া উচিৎ। আর বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই হামলার সা‌থে জ‌ড়িত আছে। তা‌কেও বিচারের আওতায় আনা উচিত ‌ছিল।

সাংবা‌দিক‌দেরে প্র‌শ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, ‌‌বিএন‌পি নির্বাচ‌নে আস‌বে ‌কিনা তারা ভা‌লো জা‌নে। ত‌বে বিএন‌পি নির্বাচ‌নের ব্যাপা‌রে সকা‌লে এক কথা, দুপু‌রে এক কথা ও সন্ধ্যায় আরেক কথা ব‌লেন। তা‌দের কথার কোন ঠিক নাই।

তি‌নি ব‌লেন, ই‌তিম‌ধ্যে জা‌জিরা প্রা‌ন্তে পদ্মা সেতুর ৫টি স্প্যান বসা‌নো হ‌য়ে‌ছে। আর মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় ৪-৫ খুঁ‌টির উপর স্প্যান বস‌া‌নো হ‌বে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর