thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ 25, ২৭ ফাল্গুন ১৪৩১,  ১১ রমজান 1446

ভারতে গেমে আসক্ত হয়ে মা-বাবা-বোনকে খুন

২০১৮ অক্টোবর ১৩ ০৯:০১:৩৮
ভারতে গেমে আসক্ত হয়ে মা-বাবা-বোনকে খুন

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্টারনেটে আত্মঘাতি গেম ‘ব্লু-হোয়েল’ বা ‘নীল তিমির’ ঝড় যেতে না যেতেই আবার নতুন করে ঝড় তুলছে ‘পিইউবিজি’ গেম। ভারতে ‘পিইউবিজি (প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডস)’ গেমে আসক্ত হয়ে মা-বাবা ও বোনকে হত্যা করেছে এক কিশোর। সুরজ সারনাম ভার্মা নামের ১৯ বছরের ওই কিশোর বুধবার ভারতের নয়াদিল্লিতে এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। এমনকি এমন ঘটনার পরও কিশোরের কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্বপ্ন পূরণে সুরজ সারনামকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করিয়েছিল বাবা। কিন্তু ছেলে কিছুদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন গেইম ‘পিইউবিজি’ আসক্ত হয়ে পড়ে।

প্রথমে বাবা মীথিলেশ, মা সিয়া এবং বোনকে হত্যা করার পর সুরজ ঘরের সব কিছু উলটপালট ও ভাঙচুর করে, যাতে এটা ডাকাতের কাণ্ড বলে সন্দেহ করে তাকে যেন কেউ না ধরে। পরে দিল্লি পুলিশ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর