thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

উত্তরায় অগ্নিদগ্ধ ৮ জনের মধ্যে ১ জনের মৃত্যু

২০১৮ অক্টোবর ১৩ ১১:৩৯:৫৮
উত্তরায় অগ্নিদগ্ধ ৮ জনের মধ্যে ১ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় লাগা আগুনে একই পরিবারের দগ্ধ আটজনের মধ্যে আজিজুর নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজিজুল (২৭) ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আজিজুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় একই পরিবারের ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজু (২৫) ৬ শতাংশ, আবদুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তারাও ঢামেকে চিকিৎসাধীন। আহতদের বাড়ি পাবনার চাটমোহর, ভাঙ্গুরা ও গোবিন্দপুর এলাকায় বলে জানা গেছে।

এর আগে ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর