thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

জার্মানিকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

২০১৮ অক্টোবর ১৪ ১০:৪০:৪৪
জার্মানিকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

দ্য রিপোর্ট ডেস্ক : জার্মানিকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। তিন গোল হজম করল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নেদারল্যান্ডসের দুর্দান্ত ফুটবলে দিশেহারা তারা।

উয়েফা নেশন্স লিগে প্রথম জয় পেয়েছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপাই নিজে এক গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরেক গোল। পুরো ম্যাচে তার অলরাউন্ড নৈপূণ্য ছিল দারুণ। শুরুতে নেদারল্যান্ডস এগিয়ে যায় ভার্জিল ভন ডাইকের গোলে। পরবর্তীতে ডিপাই এবং জর্জিনিয়ো ভেইনালডামের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস।

অবিশ্বাস্য হলেও সত্য, ১৬ বছর পর জার্মানিকে হারাল নেদারল্যান্ডস। ২০০২ সালে জার্মানির বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল তারা। দুর্দান্ত ফর্মে থাকা নেদারল্যান্ডসের এ জয়টা প্রত্যাশিত। ঘরের মাঠে সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়।

২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি ম্যাচে একাধিক গোলের সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা। অন্যদিকে নেদারল্যান্ডস পুরো ম্যাচে দাপট দেখায়। দলের হারে চাপে পড়ে গেলেন কোচ জোয়াকিম লো। রাশিয়া বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বাদ পড়া জার্মানি ২০১৮ সালে শেষ ১০ ম্যাচে মাত্র ৩টিতে জয় পেয়েছে। এমন পারফরম্যান্সের পর তার কোচিং নিয়েই বেশ সমালোচনা হচ্ছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি রাশিয়ার বিপক্ষে ড্র করলেও নেদারল্যান্ডস হেরেছিল ফ্রান্সের কাছে। এবার নেদারল্যান্ডস জয়ে ফিরল। এ জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-১ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। জার্মানির পয়েন্ট ১। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর