thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দেশে ফিরলেন সাকিব

২০১৮ অক্টোবর ১৪ ১২:৪২:৩৮
দেশে ফিরলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক : আঙুলের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এই বছরের ত্রিদেশীয় সিরিজের সময় বাঁ হাতের কড়ে আঙুলে যে চোট পেয়েছিলেন, সেটি এখনো তাড়া করে বেড়াচ্ছে সাকিবকে। এরপর ওই চোট পুরোপুরি না সারার আগেই নিদাহাস ট্রফি খেলেছেন, পরে অবশ্য আইপিএল আর আফগানিস্তান সিরিজে খেলেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই ব্যথাটা মাথাচাড়া দিয়ে ওঠে আবার। সেই ব্যথা নিয়েই খেলেছেন এশিয়া কাপে, এর পরেই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভর্তি হতে হয়েছিল দেশের হাসপাতালে।

এরপর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যান সাকিব। সেখানে প্রায় ১১ দিনের চিকিৎসা নিয়ে রোববার ফিরলেন তিনি। গ্রেগ হয়ের চিকিৎসা শেষে আপাতত দেশি চিকিৎসকদের অধীনেই চলবে তার চিকিৎসা।

এর আগে গ্রেগ হয়ের কথায় জানা গেছে, সাকিবের আপাতত অস্ত্রোপচার নাও লাগতে পারে। ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে, এরপর আঙুল ধীরে ধীরে স্বাভাবিক ক্ষমতা ফিরে পাওয়ার কথা। সবকিছু মিলে মাঠে ফিরতে তিন মাসের মতো লেগে যেতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর