thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

২০১৮ অক্টোবর ১৬ ০৯:১১:০৩
মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের শুভুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাট জেলার নিরঞ্জন মালী (৩০), তাঁর স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের মেয়ে স্বর্ণা মালী (৭)। এই দম্পতি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান জানান, টাইলস বোঝাই একটি ট্রাকে করে আটজন ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন। পথে মির্জাপুরের শুভুল্যা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই গাজীপুরের চন্দ্রা থেকে ট্রাকে উঠেছিলেন। কম ভাড়ার কারণেই তাঁরা টাইলস বোঝাই ট্রাকে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর