thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

জগা-খিচুড়ি ঐক্যের পরিণতি ভাঙ্গনের তাণ্ডব: কাদের

২০১৮ অক্টোবর ১৭ ০০:৩৮:১৪
জগা-খিচুড়ি ঐক্যের পরিণতি ভাঙ্গনের তাণ্ডব: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপির সরে আসার ঘোষণায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জগা-খিচুড়ি ঐক্যের পরিণতি এই ভাঙ্গনের তাণ্ডব। শুরুতেই এই ধাক্কার কারণ হিসেবে জোটের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

জগা-খিচুড়ির ঐক্য, জাতীয় ঐক্য হতে পারে না। তাদের ঐক্যের প্রতি জনগণের বিশ্বাস নেই।

কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তি, দেশে অশুভ চক্রান্ত শুরু করেছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দলটি দেশে বিদেশে চক্রান্ত চালাচ্ছে। আগামী নির্বাচনে অশুভ সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা হবে। দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ । শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাকে সমুচিত জবাব দেয়া হবে।

মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

এসময় কাদের বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে ছিলাম, আগামীতে থাকবো।

পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা পৌঁছে দেন কাদের।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৬,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর