thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নাফাকুমে পাহাড়ি ঝিড়ির স্রোতে পর্যটক নিখোঁজ

২০১৮ অক্টোবর ১৭ ১৪:০৩:৪৪
নাফাকুমে পাহাড়ি ঝিড়ির স্রোতে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের নাফাকুমে পাহাড়ি ঝিড়ির স্রোতে আরিফুল হাসান (২৭) নামে এক পর্যটক ভেসে গেছেন।

বুধবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকার কচুখেত এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে বান্দরবান থেকে ছয় পর্যটক থানচিতে যান। ইঞ্জিন-চালিত নৌকায় করে রেমাক্রি যাওয়ার পর তারা নাফাকুম ঝর্ণা দেখতে যান। সেখানে সেঙ্গুম পাহাড়ি ঝিড়ি পার হওয়ার সময় প্রবল স্রোতের তোড়ে আরিফুল ভেসে যান। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

থানচির বলিপাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল হাসান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে থানচি থেকে বিজিবি ও পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নেমেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর