thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

দিল্লিতে ভারত, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

২০১৩ নভেম্বর ০৮ ২১:৫৯:৩৭
দিল্লিতে ভারত, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারেতের দিল্লিতে আগামী ১০ নভেম্বর ভারত, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে। খবর রেডিও রাশিয়ার।

বৈঠকে রাশিয়ার সেরগেই ল্যাভারভ, চীনের ওয়ান লি ও ভারতের সালমান খুরশিদ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রনালয়ের মূখপাত্র আলেক্সান্দার লুকাশেভিচ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তিন জাতির এই বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানা যায়।

এদিকে আগামী ১১-১২ নভেম্বর দিল্লিতে শুরু হতে যাওয়া এশিয়া-ইউরোপ ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদান করবেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ। এ ফোরামে অর্থনীতি, সামাজিক, মানবিক, সন্ত্রাসবিরোধী অভিযানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর