thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

 ইউপিডিএফের কর্মীকে হত্যা

২০১৮ অক্টোবর ১৭ ২৩:১৭:৪২
 ইউপিডিএফের কর্মীকে হত্যা

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নামে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের বিহার পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।


নিহতের নাম শান্ত চাকমা (৩৫)। তার বাড়ি উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মোবাছড়ি গ্রামে।

স্থানীয়রা জানায়, শান্ত চাকমা বিহার পাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিহার পাড়া এলাকায় বাড়ির পাশে টিউবওয়েলে গোসল করছিলেন শান্ত। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে করা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্ত চাকমা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৭,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর