thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446


হলি আর্টিজানে হামলা

 ২ আসামির সন্ধানে  বিজ্ঞপ্তি প্রকাশে আদালতের নির্দেশ

২০১৮ অক্টোবর ১৮ ২০:১০:৫৫
 ২ আসামির সন্ধানে  বিজ্ঞপ্তি প্রকাশে আদালতের নির্দেশ


দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পলাতক দুই আসামি মামুনুর রশিদ ও শরিফুল ইসলামের বিরুদ্ধে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

আদালতে প্রসিকিউটর বলেন, গত ২৯ আগস্ট পলাতক আসামিদের সম্পত্তি ক্রোক এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করেন আদালত। গত ৩০ সেপ্টেম্বর শরিফুল ইসলামের এবং বৃহস্পতিবার রশিদের সম্পত্তি ক্রোক ও হুলিয়াসংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়ে। এরপর বিচারক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন। এ-সংক্রান্ত প্রতিবেদন আগামী ৩১ অক্টোবর দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

এ মামলায় গত ৮ আগস্ট আট আসামির বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেন আদালত। ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির চার্জশিট দাখিল করেন। চার্জশিটে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে অব্যাহতি দেওয়া হয়। কারাগারে থাকা ৬ আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) হামলা চালানো হয়। এতে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর