thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

যবিপ্রবির ভর্তিপরীক্ষার আবেদনের সময়  ২৮ অক্টোবর পর্যন্ত

২০১৮ অক্টোবর ১৮ ২০:৪৬:০৫
যবিপ্রবির ভর্তিপরীক্ষার আবেদনের সময়  ২৮ অক্টোবর পর্যন্ত

আল জুবায়ের,যবিপ্রবি থেকে : যশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ২৮ অক্টোবর (রোববার) রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রোববার (১৪ অক্টোবর) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির সভায় আবেদনের সময় বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব জানান। এর আগে যবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ১৯ অক্টোবর পর্যন্ত ছিল।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শুরুহবে ১ ডিসম্বের। আর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরিয়েন্টশন ও ক্লাস শুরু হবে ২ জানুয়ারি।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর